আমি দেবাশীষ সাধু, ২০১৪ খ্রিষ্টাব্দ হইতে বৈদিক জ্যোতিষশাস্ত্রের অনুসরণে নিয়োজিত আছি। আমার জন্মভূমি ও কর্মস্থল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার হাড়োয়া গ্রামে অবস্থিত। দীর্ঘ এক দশকের অধিককাল যাবৎ আমি মানুষের জীবনের বিভিন্ন সংকট, জিজ্ঞাসা ও দ্বিধাদ্বন্দ্বে জ্যোতিষশাস্ত্রের আলোকে পথপ্রদর্শনের ব্রত গ্রহণ করিয়াছি। জন্মছক বিশ্লেষণ, গ্রহগত প্রভাব ও জ্যোতিষীয় সংযুক্তির মাধ্যমে আমি ব্যক্তির কর্ম, বিবাহ, অর্থ, স্বাস্থ্য, ব্যবসা ও আত্মোন্নতির ক্ষেত্রসমূহে যথাসম্ভব নিখুঁত পরামর্শ ও বাস্তবভিত্তিক প্রতিকার প্রদান করিয়া থাকি। জীবনের যাত্রাপথে অনেকেই পেশাগত জটিলতা, পারিবারিক ও মানসিক দ্বন্দ্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ভাগ্যপ্রসূত প্রতিবন্ধকতার সম্মুখীন হন। আমি চেষ্টা করি, তাঁদের প্রকৃত সমস্যার মূলতত্ত্ব অনুধাবন করিয়া, জ্যোতিষশাস্ত্রানুসারে কার্যকর ও শুভফলপ্রদ পথনির্দেশ দিতে। মানুষের সঙ্গে আন্তরিক সংযোগ স্থাপন, সহানুভূতির সঙ্গে শুনিয়া যুক্তিসম্মত পরামর্শ দেওয়া আমার জ্যোতিষচর্চার মূল বৈশিষ্ট্য। বর্তমানে আমি প্রতি সপ্তাহে রবিবার হইতে শুক্রবার, প্রাতঃ ১১টা হইতে রাত্রি ৮টা ৩০ মিনিট পর্যন্ত আমার নিজস্ব চেম্বার, হাড়োয়া (উত্তর গড়দহ, হাড়োয়া জল ট্যাঙ্ক সংলগ্ন, আটঘরা)-তে সাক্ষাৎ প্রদান করি। জ্যোতিষচর্চা আমার নিকট কেবল ভবিষ্যদ্বাণী নয়, বরং এটি এক জ্ঞানপথ, যাহার দ্বারা মানুষ নিজের অন্তর ও ভাগ্যের সঙ্গে সাযুজ্য স্থাপন করিতে সক্ষম হয়। শান্ত স্বভাব, বিশ্লেষণমূলক দৃষ্টি ও শাস্ত্রনিষ্ঠ নৈতিকতার মাধ্যমে আমি চেষ্টা করি, যেন আমার পরামর্শ মানুষকে কেবল তথ্য নয়, অন্তর থেকে পরিবর্তনের দ্বারাও সমৃদ্ধ করে।
আপনার যদি জীবনের কোনো দিশাহীন অধ্যায়ে একটি আলোকবর্তিকা প্রয়োজন হয়, তবে আমি বিশ্বাস করি— আমার জ্যোতিষ নির্দেশনা আপনার সেই অভ্যন্তরীণ আলোর পথ উন্মোচন করিতে পারে।
বৈদিক ঘরানার জ্যোতিষ সেবা প্রদান করছি ১০ বছরেরও বেশি সময় ধরে। ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত সমস্যার সমাধানে প্রামাণ্য জ্যোতিষ বিশ্লেষণ ও করণীয় নির্দেশনা প্রদান করি।